logo

আরও ৫ বছর ফিরহাদ হাকিম থাকছেন কলকাতার মেয়র - দায়িত্বে মালা ও অতীন সকাল থেকেই ছবিটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। তাতে

আরও ৫ বছর ফিরহাদ হাকিম থাকছেন কলকাতার মেয়র - দায়িত্বে মালা ও অতীন

সকাল থেকেই ছবিটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। তাতে কোনও চমক দিলেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমকেই কলকাতা পুরনিগমে দলনেতা হিসেবে নির্বাচিত করল তৃণমূল। অর্থাৎ আগামী পাঁচ বছর কলকাতার মেয়র থাকতে চলেছেন তিনি। চেয়ারপার্সন হচ্ছেন মালা রায়। ডেপুটি মেয়র পদে বসতে চলেছেন অতীন ঘোষ।

বৃহস্পতিবার মহারাষ্ট্র ভবনে কলকাতার মেয়র হিসেবে ফিরহাদের নাম প্রস্তাব করেন রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সি। তাতে সায় দেন কাউন্সিলররা। সর্বসম্মতভাবেই কলকাতা পুরনিগমে তৃণমূলের দলনেতা নির্বাচিত হন ফিরহাদ। অর্থাৎ তিনিই হতে চলেছেন কলকাতার নয়া মেয়র। তবে নিয়ম মোতাবেক, এখনও আনুষ্ঠানিকভাবে ফিরহাদ মেয়র হননি। পরবর্তীতে পুরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে। তারপরই সরকারিভাবে কলকাতার মেয়র হবেন তিনি।

1
17261 views