logo

সিসা কারখানাটি বন্ধ থাকায় শ্রমিকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পূর্ব মেদিনীপুর জেলা পাঁশকুড়া মেচগ্রাম,

Pingla Barta এপিএল মেটালিক্স সিসা কারখানা এক বছরের বেশি বন্ধ আছে এই কারখানার সঙ্গে যুক্ত ৭০০ অস্থায়ী স্থায়ী শ্রমিকের পরিবার, এই কারখানা টি বন্ধ থাকায় শ্রমিকদের ভীষণভাবে অভাব অনটনে দিন কাটাতে হচ্ছে এবং ছেলেমেয়েদের পড়াশোনা প্রায় বন্দর মুখে হতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ম্যাচক গ্রামে অবস্থিত এই সিসা কারখানা, কারখানার কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েছে কারখানা চালু হবার জন্য কিন্তু বাস্তবে তা পরিণত হয়নি। স্থানীয় এক শ্রমিক রবি চক্রবর্তী তিনি জন্ম লগ্ন থেকেই এই কারারখানার সঙ্গে যুক্ত আছেন, বিক্ষোভ সমাবেশ ধর্মঘট সবকিছু চালু করার পরেও কোন মতে এই কারখানাটি চালু হয়নি। এই কারখানায় থাই কর্মী অস্থায়ী কর্মী সবারই অবস্থা এখন   বেকারত্ব অভাব তাই শ্রমিকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে দ্রুত এই কারখানাটি চালু করার জন্য এবং শ্রমিকের পরিবারের লোকেরা বাঁচতে পারে তার জন্য আবেদন জানিয়েছেন।

0
0 views