logo

মাদ্রাসা ফোরামের নদিয়া জেলা শাখার উদ্যোগে নবনিযুক্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা ও কর্মশালা নিজস্ব সংবাদদাতা

মাদ্রাসা ফোরামের নদিয়া জেলা শাখার উদ্যোগে নবনিযুক্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা ও কর্মশালা



নিজস্ব সংবাদদাতা

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অরাজনৈতিক সামাজিক সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সুপারিশে বিভিন্ন জেলায় হাই মাদ্রাসা, জুনিয়র হাই মাদ্রাসা , গার্লস হাই মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসাগুলির পরিচালন কমিটি প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা ও সুপারইনটেনডেন্ট নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করেছে ৷ নদীয়া জেলায় এবার চারটি মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে৷করোনা ও স্বাস্থ্য বিধি মেনে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের নদীয়া জেলা শাখার উদ্যোগে বেথুয়াডহরীর দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সংহতি ভবন মঞ্চে নদিয়া জেলার চারটি মাদ্রাসায় নবনিযুক্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয় এবং নদিয়ার জানকীনগর হাই মাদ্রাসার 
প্রধান শিক্ষক শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত মাননীয় সোহরাব হোসেন ও মুর্শিদাবাদের মুনিরিয়া হাই মাদ্রাসার নবনিযুক্ত প্রধান শিক্ষক ইসরারুল হক মন্ডলকেও এই সভা থেকে সংবর্ধনা দেওয়া হয় ৷
এই সভা থেকে প্রধান শিক্ষকদের কর্মপ্রণালী সম্পর্কে সুচিন্তিত ও বিস্তুর আলোচনা হয় ৷ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি মাননীয় ইসরারুল হক মন্ডল , রাজ্য সম্পাদক মীর রবিউল ইসলাম, ফোরামের কেন্দ্রীয় কমিটির শীর্ষ স্থানীয় নেতৃত্বগণ, নদীয়া ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, নদীয়া জেলার বিভিন্ন মাদ্রাসায় নবনিযুক্ত প্রধান শিক্ষক মহাশয়গণ , মাদ্রাসা এডুকেশন ফোরামের একনিষ্ঠ সমর্থক ও সদস্যবৃন্দ ।

আজকের এই মহতী অনুষ্ঠানে জনকীনগর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সোহরাব হোসেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উক্তিকে স্মরণ করে বলেন প্রধান শিক্ষক মহাশয়দের বাইরেটা হবে বজ্রের মতো কঠিন আর হৃদয় হবে কোমলতায় পরিপূর্ণ ৷বর্তমানে প্রধান শিক্ষকদের বহুবিধ কাজ সম্পাদনা করতে হয় ৷এটি একটি টিম ওয়ার্ক ৷সহকারী শিক্ষকদের নিয়ে মাদ্রাসা শিক্ষার বিস্তার ও উন্নয়ন এবং সেই সঙ্গে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কর্মমুখী করে তুলে যে কোনও প্রতিযোগিতায় এগিয়ে রাখার প্রচেষ্টা আমাদের সকলকেই করতে হবে ৷ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের নদীয়া জেলা শাখা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল বলেন , আজকে যুব দিবস ৷ প্রত্যেক মানুষের মধ্যেই উন্নততর বিবেক জাগ্রত হোক ৷মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সেই সঙ্গে নৈতিকতা ও দেশপ্রেমের পাঠ দেওয়া হয় ৷ আজকের সভা থেকে মাদ্রাসার প্রধান শিক্ষকদের শিক্ষা বিষয়ে উন্নতি সাধনের সঙ্গে সঙ্গে সামাজিক ভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় ৷

21
19457 views
  
1 shares