logo

অসহায় শীতার্তদের পাশে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট   মোসাররাফ হোসেন, সাগরদিঘী সাগরদিঘির বিভিন্ন এলাকার

অসহায় শীতার্তদের পাশে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট  

মোসাররাফ হোসেন, সাগরদিঘী

সাগরদিঘির বিভিন্ন এলাকার কিছু দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আজ ২৬শে ডিসেম্বর'২১ কাবিলপুর হাইস্কুলে বেলা ১২টার সময় এই বস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ট্রাস্টের কর্ণধার জনাব ইফতিকার আলম মহাশয় ৷ দরিদ্র অসহায় মানুষ রেললাইনের ধারে কিংবা বস্তি বা কলোনীবাসী সকলেই শীতের প্রকোপে জুবুথুবু ৷বিশেষত ছিন্নমূল খেটে খাওয়া মানুষের জনজীবন করোনা মহামারী ও ওমিক্রনের থাবায় আজ বিপর্যস্ত !কিন্তু মানুষ মাত্রই অন্ন বস্ত্র বাসস্থান ও সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে !তাই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে কাবিলপুরবাসীর সহযোগিতায় সদ্য গড়ে ওঠা তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যদের উদ্যোগে আজকের এই ব্ল্যাঙ্কেট বিতরণ কর্মসূচি ৷আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সেপেক্টর রফিকুল ইসলাম সাহেব ,কাবিলপুর উচ্চতর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মজিবুর রহমান, সহশিক্ষক মুর্শিদ সারোয়ার জাহান, কাবিলপুর ডি. কিউ. সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষাকর্মী জনাব মহঃ ইলতুৎমিস , পার্শ্ব শিক্ষক মহঃ আমিরুল ইসলাম, কবি লক্ষণ দাস মহাশয়, মাদ্রাসা এডুকেশন ফোরামের অন্যতম সদস্য তথা আই.সি.আর হাই মাদ্রাসা(উ.মা.)র সহকারী শিক্ষক মহঃ মোসাররাফ হোসেন,এছাড়াও বিশিষ্ট ব‍্যক্তিবর্গ ও গুণিজন উপস্থিত ছিলেন ৷ এই সকল ব্যক্তিদের উপস্থিতি ও সহযোগিতা সমাজসেবার কাজে সক্রিয় থাকতে এবং সুন্দর সমাজের সন্ধানে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে ৷ট্রাস্টের উদ্যোগে শীতকালীন অসহায় ও দুস্থ পরিবারগুলোর শীত নিবারনের  কথা মাথায় রেখে প্রায় তিন শতাধিক পরিবারের হাতে ব্ল্যাঙ্কেট তুলে দেওয়া হয় ৷মানুষ সৃষ্টির সেরা জীব৷ তাই মানুষ হিসেবে মানুষেরই সামাজিক দায়বদ্ধতা আছে। সামাজিক জীব হিসেবে এই কঠিন সময়ে ওই সমস্ত দুস্থ ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো দরকার ৷ এই মহতী কর্মযজ্ঞে সকলের উজ্জ্বল উপস্থিতি ও আন্তরিক সহযোগিতাএকান্তভাবে কামনা করে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার জনাব ইফতিকার আলম মহাশয় বলেন 'বন্ধুদের সাথে, মানুষের পাশে ,সুন্দর সমাজের সন্ধানে আমরা এগিয়ে চলেছি আলোর পথে ! তাই আজকে এই অসহায় শীতার্ত মানুষের পাশে  দাঁড়াতে ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচি ৷ যারা আমাদের ট্রাস্ট পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ৷আশা করি পরবর্তী সময়েও তাঁরা আমাদের পাশে থাকবেন !'ট্রাস্টের অন্যতম সদস্য আনিসুর রহমান বলেন 'তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের 
 বয়স মাত্র ৯১ দিন ,সদ্য গড়ে ওঠা ট্রাস্ট ইতিমধ্যে বেশ কয়েকটি কাজের স্বাক্ষর রেখেছে ! আমাদের পরবর্তীতে সাগরদিঘী এলাকার বাইরে গিয়েও কাজ করার পরিকল্পনা আছে !মানুষ সহযোগিতা করলে আমরাও অনেক দূর এগিয়ে যেতে পারবো, সুন্দর সমাজের সন্ধানে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে,অসহায় মানুষের পাশে থাকতে !'এই মহতী অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন মুর্শিদের সারোয়ার জাহান ও শাহিন হোসেন মহাশয়!

5
14667 views